প্রবাসীর বাড়িতে ঢুকে গণপিটুনিতে ডাকাত নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১০:০৮ এএম, ২২ নভেম্বর ২০১৯
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতিকালে গণপিটুনিতে সোহেল নামে এক ডাকাত নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (২২ নভেম্বর) ভোররাতে উপজেলার বামনী ইউনিয়নের সাগরদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহেলের বাড়ি চাঁদপুরের হাইমচরে। আহতরা হলেন- কাউছার, মমিন, মিরাজ, সুমন ও ইব্রাহীম। পুলিশি পাহারায় তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, শুক্রবার ভোররাতে জব্বার আলী বেপারি বাড়ির প্রবাসী মনিরের বসতঘরে ডাকাতিকালে বাড়ির লোকজন চিৎকার করলে আশেপাশের মানুষ ডাকাতদের ঘেরাও করে ছয় ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। পরে তাদের হাসপাতালে নেয়া হলে সোহেলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোতা মিয়া জানান, ছয় ডাকাতকে গণপিটুনি দেয় জনতা। খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে। পরে হাসপাতালে নেয়ার পর একজন মারা যায়। অপর আহতদের পুলিশি হেফাজতে চিকিৎসা করা হচ্ছে।

তিনি আরও জানান, ডাকাতদের কাছ থেকে দুটি এলজি ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।