সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু


প্রকাশিত: ১২:১৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৫

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মাথায় আঘাত লেগে শাহাদাৎ খলিফা (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শাহাদাৎ নলচিড়ার বোরাদি গরঙ্গল গ্রামের নূরুল ইসলাম খলিফার ছেলে।

সোমবার বিকেল ৩টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্বজনদের বরাত দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, ঢাকা থেকে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসে শাহাদাৎ। সোমবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের এক ব্যক্তির মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে তার মাথায় আঘাত লাগে। এ সময় শাহাদাৎ ছিটকে পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়।

পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ৩টার দিকে তার মৃত্যু হয়।

গৌরনদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

সাইফ আমীন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।