মুসলিম দেশ হয়েও ইসলামি মূল্যবোধ ধারণ করতে পারিনি আমরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ২১ নভেম্বর ২০১৯

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (অনুসন্ধান) মো. মোজাম্মেল হক খান বলেছেন, মুসলিম দেশ হয়েও আমরা ইসলামি মূল্যবোধ মনেপ্রাণে ধারণ করতে পারিনি। এদেশে থাকতে হলে দেশকে ভালোবাসতে হবে। একই সঙ্গে লোভ-লালসা হিংসা-বিদ্বেষ থেকে আমাদের সবাইকে বাইর হয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘সরকারি সেবা ও সুবিধাপ্রাপ্তির ক্ষেত্রে উদ্ভূত সমস্যা শ্রবণ, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে গণশুনানি’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মোজাম্মেল হক খান বলেন, দুর্নীতিগ্রস্তরাই বার বার দুর্নীতি করে। তারা কখনো শোধরায় না। তাদের শুধু শাস্তি দিলেই হবে না, আরও বেশি করে তাদের বোঝাতে হবে। একা একা ভালো হলে হবে না। বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে দেখতে চাইলে সবাইকে ভালো হতে হবে।

গণশুনানিতে উপস্থিত ছিলেন- মাগুরার জেলা প্রশাসক (ডিসি) আশরাফুল আলম, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও আইনজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

আরাফাত হোসেন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।