১৪৪ ধারা উপেক্ষা করে শোক র‌্যালি, পুলিশের বাধা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১২:৩৭ পিএম, ২১ নভেম্বর ২০১৯

টাঙ্গাইলের সাবেক এমপি আমানুর রহমান খান রানার বড়ভাই আমিনুর রহমান খান বাপ্পীর ১৬তম মৃত্যুবার্ষিকী আজ (২১ নভেম্বর)। ২০০৩ সালের এই দিনে সন্ত্রাসী হামলায় নিজ বাড়ির কাছেই খুন হন জেলা ছাত্রলীগের সাবেক এই যুগ্ম-সম্পাদক।

এদিকে বাপ্পীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রানা ও তার বিরোধী পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় আজ (২১ নভেম্বর) ভোর ৫টা থেকে ২৩ নভেম্বর সন্ধ্যা ৭টা পর্যন্ত তিনদিন ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

act-144

এ অবস্থায় আজ সাবেক এমপি আমানুর রহমান খান রানাসহ বিভিন্ন সংগঠনের পুষ্পস্তবক অর্পণ ও শোকর‌্যালিতে বাধা দিয়েছে পুলিশ। সকালে কলেজ পাড়ায় তার বাসার সামনে থেকে কর্মী-সমর্থকরা একটি শোক র‌্যালি বের করে। এ সময় পুলিশ ১৪৪ ধারার বিষয়টি অবহিত করলে তারা স্থান ত্যাগ করেন। পরে পরিবারের পক্ষ থেকে বাপ্পী স্মৃতিস্তম্ভে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ফুল দেয়া হয়।

জানা যায়, মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবার শহীদ আমিনুর রহমান খান বাপ্পী স্মৃতি সংসদের ব্যানারে খান পরিবার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এর মধ্যে ছিল কবর জিয়ারত, বাপ্পী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শোকর‌্যালি, শুক্রবার বিকেলে শহীদ মিনারে আলোচনা সভা।

act-144

অপরদিকে পাল্টা কর্মসূচির মধ্যে ছিল নির্যাতিত আওয়ামী পরিবারের ব্যানারে সকালে নিহত বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমদের বিচার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও শহীদ মিনারে সমাবেশ। শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল শেষে শহীদ মিনারে সিএনজি চালিত অটোরিকশা, অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে সমাবেশ। এছাড়াও শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

দু’পক্ষের এমন পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে টাঙ্গাইল পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ১৪৪ ধারার বহাল রাখা ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে জেলা ও ডিবি পুলিশ। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট পরিদর্শণ করেছেন পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায়।

act-144

উল্লেখ্য, ২০০৩ সালের ২১ নভেম্বর নিজ বাড়ির কাছে সন্ত্রাসী হামলায় নিহত হন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান খান বাপ্পী। তিনি সাবেক এমপি রানার বড় ভাই এবং টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের বর্তমান এমপি আতাউর রহমান খানের ছেলে।

আরিফ উর রহমান টগর/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।