পিইসি পরীক্ষা দিয়ে লাশ হয়ে ফিরল টুম্পা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ১১:৩৩ এএম, ২১ নভেম্বর ২০১৯

পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থী টুম্পার (১১) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয় ডুবুরিরা।

কাউখালী থানা পুলিশেরর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুপুরে উপজেলার পূর্ব আমরাজুড়ি ফেরিঘাটের পন্টুনের কাছে এ নৌকাডুবির ঘটনা ঘটে। বরিশাল ও কাউখালী ফায়ার সার্ভিসের নৌ ডুবরি দল নিখোঁজ টুম্পাকে উদ্ধারের চেষ্টা করেছিল।

নিহত টুম্পা আক্তার আমরাজুড়ি এলাকার কাঁচামাল ব্যবসায়ী গিয়াস উদ্দিন ফকিরের মেয়ে। সে তিন ভাই-বোনের মধ্যে মেজো।

স্থানীয়রা জানান, পূর্ব আমরাজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিইসি পরীক্ষা শেষ হলে সন্ধ্যা নদীর অপর প্রান্তের আসোয়া আমরাঝুড়ির ছাত্র-ছাত্রীরা একসঙ্গে নৌকায় উঠলে নৌকাটি দড়ি ছিঁড়ে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা পাঁচটি মোটরসাইকেল নদীতে পড়ে যায়। এতে নারী, শিশু, ও ছাত্র-ছাত্রীরা তীরে উঠতে পারলেও টুম্পা নিখোঁজ ছিল।

কাউখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. খালেদা খাতুন রেখা বলেন, টুম্পার মরদেহ উদ্ধারের পর দাফনের জন্য পরিবারের হাতে ১০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। এ ধরণের ঘটনা যাতে আর না হয় সে বিষয়ে আমরা আরও সতর্ক হচ্ছি।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।