এমপির স্বাক্ষর জাল করে মাদরাসা সুপার ধরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৯:০৪ এএম, ২১ নভেম্বর ২০১৯

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) মনোয়ার হোসেন চৌধুরীর স্বাক্ষর জাল করার অভিযোগে আব্দুল করিম মন্ডল (৪৯) নামে এক মাদরাসা সুপারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) সাঘাটা উপজেলার কামালের পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল করিম মন্ডল সাঘাটা উপজেলার শাহবাজার গ্রামের মৃত আবুল কাশেম মন্ডলের ছেলে এবং বালুয়া তমিজউদদীন আহম্মাদীয়া দাখিল মাদরাসার সুপার।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ফরমান আলী নামে এক ব্যক্তিকে বালুয়া তমিজউদদীন আহম্মাদীয়া দাখিল মাদরাসার সভাপতি বানানোর লক্ষ্যে মাদরাসা সুপার আব্দুল করিম মন্ডল স্থানীয় এমপি মনোয়ার হোসেন চৌধুরীর প্যাড, স্বাক্ষর ও সিল জাল করে কমিটি গঠন করে তা মাদরাসা বোর্ডে প্রেরণ করেন। পরে বিষয়টি জানতে পেরে এমপির ব্যক্তিগত সহকারী খায়রুল আলম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় সুপারের বিরুদ্ধে মামলা করেন। মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।

জাহিদ খন্দকার/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।