জামালপুরে প্যানাসিয়া হেলথ সেন্টারে ফ্রি চিকিৎসা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ২০ নভেম্বর ২০১৯

জামালপুরের ঝাওলা গোপালপুর বাজারে টাইগার আইটি ফাউন্ডেশনের উদ্যোগে প্যানাসিয়া হেলথ সেন্টারে ফ্রি চিকিৎসা সেবা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

এই চিকিৎসা সেবা কর্মসূচির বিশেষ দিক হলো ‘প্যানাসিয়া হেলথ অ্যাপ’। স্বাস্থ্য সেবাদানের গতানুগতিক পদ্ধতিকে আরও সহজ ও নির্মল করায় এর লক্ষ্য। এই অ্যাপ প্রত্যন্ত অঞ্চলের সব বাধা-বিঘ্ন দূরে ঠেলে দিয়ে চিকিৎসা সেবাকে মানুষের হাতের মুঠোয় আনবে।

একদল তরুণ প্রযুক্তিবিদ ও চিকিৎসকের সমন্বিত চেষ্টায় তৈরি প্যানাসিয়া হেলথ অ্যাপ স্বাস্থ্য সেবায় যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে কর্তৃপক্ষের আশা।

যোগাযোগের ঠিকানা : নাঈমা জান্নাত, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ফোন : ০১৮১৫-৪০৩৯৬১।

এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।