খুলনায় প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত


প্রকাশিত: ০৯:৩৬ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৫

খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার দুপুরে সদর থানা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে কেক কাটেন খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ। কেক কাটা শেষে সদর থানা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সাইফুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি শেখ হারুনুর রশীদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার অভিভাবক হিসেবে নিজের জীবন বাজি রেখে বাংলার জনগণের জন্য কাজ করে যাচ্ছেন। তার অভিজ্ঞতা আর দূরদর্শিতা আজ বাংলাদেশের উন্নয়নকে ত্বরান্বিত করেছে। আমরা আজ বাংলার অভিভাবককে সামনে নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজে তার হাতকে শক্তিশালী করবো।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য অ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার, শ্যামল সিংহ রায়, জামাল উদ্দিন বাচ্চু, শেখ মো. আনোয়ার হোসেন প্রমুখ।

জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

আলমগীর হান্নান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।