আবাসিক হোটেলে মেয়র আরিফের অভিযান, ১২ নারী-পুরুষ আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৮:৩৪ এএম, ২০ নভেম্বর ২০১৯

সিলেট নগরের লালবাজারে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত ৫ নারী ও ৭ পুরুষকে আটক করা হয়। পরে হোটেলটি সিলগালা করে দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে দিকে লালবাজারের আজাদ বোর্ডিং আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়।

Arif-1

এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় সিসিকের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব বলেন, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বন্দরবাজারে পরিদর্শনে গেলে স্থানীয় ব্যবসায়ীরা মেয়রের কাছে হোটেলে অসামাজিক কার্যকলাপের বিষয়টি জানান। পরে তাৎক্ষণিক মেয়র পুলিশ সদস্যদের নিয়ে আজাদ বোর্ডিং আবাসিক হোটেলে অভিযান চালান।

এ সময় ৫ নারী ও ৭ পুরুষসহ ১২ জনকে আটক করে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। একই সঙ্গে হোটেলটি সিলগালা করে দেয়া হয়।

জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।