শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় জেল কারারক্ষী নিহত


প্রকাশিত: ০৭:২০ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৫

শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় জেলা কারাগারের কারারক্ষী নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টায় শরীয়তপুর-ঢাকা মহাসড়কের শরীয়তপুর পৌরসভার চৌরঙ্গীর মোড় সিটি আধুনিক হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও জেলা কারাগার সূত্রে জানা যায়, শরীয়তপুর-ঢাকা মহাসড়কের সিটি আধুনিক হাসপাতালের সামনে দুর্ঘটনার সময় ঘটনাস্থলে মারা যান জেল কারারক্ষী মো. উজ্জল মিয়া (২৮)। এক পথচারী  রাস্তা পারাপার হওয়ার সময় তাকে বাঁচাতে নিহত মো. উজ্বল মিয়া তার মোটরসাইকেলের শক্ত ব্রেক করলে রাস্তায় উপর পড়ে যান। তার পেছন দিক থেকে আসা গ্লোরী পরিবহনের একটি বাস তার মাথার উপর দিয়ে উঠিয়ে দিলে ঘটনাস্থলে তিনি মারা যায়। গ্লোরি পরিবহনের গতিরোধ বেশি থাকায় গাড়িটি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

নিহত মো. উজ্জল মিয়ার বাবার নাম আবুল হোসেন। বাড়ি শেরপুর থানার বাশের চর গ্রামে। নিহতের ১মাস ১৫ দিন বয়সী এক সন্তান রয়েছে। উজ্জলের কারারক্ষী নং ১৩১৭২। ঘাতক বাসটিকে এখনো আটক করতে পারেনি পুলিশ।

শরীয়তপুর পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান এ বিষয়ে কিছু বলতে রাজি হননি।

শরীয়তপুর জেলা কারাগারের জেলার তারিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। বেপরোয়া গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে জেল কারারক্ষী মো. উজ্জল মিয়া নিহত হন।

মো. ছগির হোসেন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।