বরগুনায় শিশুর রহস্যজনক মৃত্যু


প্রকাশিত: ০৭:১৩ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৫

বরগুনায় পাঁচ বছরের এক কন্যা শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের উত্তর পাতাকাটা গ্রামের একটি পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশুর নাম মুন্না (৫)। সে ওই গ্রামের মাসুদ হাওলাদারের একমাত্র মেয়ে।

শিশুটির চাচা মো. রিয়াজ হাওলাদার জাগো নিউজকে জানান, রোববার রাত সাড়ে সাতটার দিকে তার ভাই এবং ভাবি তাদের ঘরের দ্বোতলায় একটি খাটে মুন্নাকে ঘুম পাড়িয়ে রেখে এশার নামাজ আদায়ের জন্য ঘরের বাইরে ওযু করতে যান। ওযু শেষে ঘরে এসে তারা মুন্নাকে ঘুম পাড়িয়ে রাখা খাটের মশারি তোলা অবস্থায় দেখতে পান। এসময় তার ভাবি মশারি ঠিক করতে গিয়ে দেখেন, শিশুটি মশারির ভেতরে নেই।

পরে অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে দশটার দিকে তাদের ঘর থেকে দেড়শ হাত দূরের একটি পুুকুরে মুন্নার মৃতদেহ ভাসতে দেখেন। এসময় পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হোসেন জাগো নিউজকে জানান, মৃতদেহটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।