শিক্ষার্থীদের শুধু সার্টিফিকেট হাতে ধরিয়ে দিলে হবে না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ১৮ নভেম্বর ২০১৯

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, শিক্ষার্থীদের শুধু বিএ-এমএ পাস করিয়ে সার্টিফিকেট হাতে ধরিয়ে দিলে হবে না। তাদের চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী করে গড়ে তুলতে হবে। তা না হলে কর্মসংস্থান দেয়া কঠিন হবে।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে নেত্রকোনা জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব কথা বলেন মন্ত্রী মোস্তাফা জব্বার। এদিন জেলা প্রশাসন কর্তৃক শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের (শেহাবি) কর্তৃপক্ষ অধ্যাপক ড. রফিকউল্লাহ খানের কাছে বিশ্ববিদ্যালয়ের জমি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। একই সঙ্গে জমির একাংশের মালিকদের হাতে চেক তুলে দেয়া হয়।

মোস্তাফা জব্বার বলেন, বাবা-মা যারা প্রচলিত পদ্ধতি ও প্রচলিত শিক্ষায় নিজের সন্তানদের বড় করছেন তাদের সন্তানরা সেই ব্যবস্থার মধ্য দিয়ে বর্তমান সময়ে সামনে থাকতে পারবে না, নেতৃত্ব দিতে পারবে না। তাদের যুগোপযোগী করে গড়ে তোলার জন্য যতরকম প্রচেষ্টা প্রয়োজন সবটুকু করছে সরকার।

Pic-Netrokona

তিনি বলেন, নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠছে, পড়াশোনা হচ্ছে আর ছেলেমেয়েদের সার্টিফিকেট দিচ্ছি। যখন কর্মসংস্থানের প্রয়োজন তখন তা দিতে পারছি না। এজন্যই বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন। আমাদের ইনস্টিটিউটগুলো সেই জায়গায় ভূমিকা রাখবে বলে আশা রাখি।

নেত্রকোনা ও শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নিয়ে মন্ত্রী বলেন, নেত্রীর (শেখ হাসিনা) নামে জেলায় বিশ্ববিদ্যালয় হয়েছে এতে আমরা গর্বিত। এ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আপনার-আমার সন্তানরা নিজের ক্লাস রুমে বসে বিশ্ববিখ্যাত মানুষের কথা শুনতে পারবে। এ বিশ্ববিদ্যালয়ে অস্ট্রেলিয়া, আমেরিকা থেকে এসে শিক্ষাদান করবেন শিক্ষকরা। দেশের এগারোটি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ল্যাব করা হয়েছে। এর মধ্যে নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় একটি।

এ সময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য (এমপি) ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক), যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা প্রশাসক (ডিসি) মঈনউল ইসলাম ও জেলা পুলিশ সুপার (এসপি) মো. আকবর আলী মুন্সি প্রমুখ।

কামাল হোসাইন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।