সিজারের পর পেটে গজ-ব্যান্ডেজ রেখে সেলাই, প্রসূতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০১:০৪ পিএম, ১৮ নভেম্বর ২০১৯

রংপুরে সিজারের পর পেটে গজ-ব্যান্ডেজ রেখে সেলাই দেয়ায় নাছিমা বেগম (২৬) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এর আগে গত ৫ নভেম্বর নগরীর ধাপ এলাকার রোজ হাসপাতালে ওই প্রসূতির সিজার করেন সেখানকার চিকিৎসক। নিহত নাছিমা নগরীর ৩২ নং ওয়ার্ডের তালুক তামপাট তেলীপাড়া এলাকার রাশেদুলের স্ত্রী।

rongpur02

নাছিমার স্বজনদের অভিযোগ, গত ৫ নভেম্বর সদর উপজেলার ধাপ এলাকায় অবস্থিত রোজ হাসপাতালে প্রসূতি নাছিমা বেগমকে ভর্তি করা হয়। সেখানে সিজারে সন্তান জন্ম দেন নাছিমা। তবে রিলিজের পর পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে শনিবার (১৬ নভেম্বর) রংপুর মেডিকেলে ভর্তি হন নাছিমা। সেখানে পুনরায় অস্ত্রোপচার করা হলে তার পেট থেকে গজ-ব্যান্ডেজ বের হয়। একপর্যায়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় মারা যান নাছিমা।

তবে প্রসূতির পেটে গজ-ব্যান্ডেজ রাখার বিষয়টি অস্বীকার করেছে রোজ হাসপাতাল কর্তৃপক্ষ। রোজ হাসপাতালের ম্যানেজার মোবারক হোসেন মিলন বলেন, রোগীর পেটে গজ রাখা হয়নি। এর চেয়ে আর বেশি কথা বলতে রাজি হননি তিনি।

জিতু কবীর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।