সন্ধান মেলেনি বাল্কহেডের নিখোঁজ তিন শ্রমিকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১২:১৮ পিএম, ১৮ নভেম্বর ২০১৯

মুন্সীগঞ্জের সীমান্তবর্তী মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেড ডুবি ঘটনায় নিখোঁজ তিন শ্রমিককে এখনো উদ্ধার করা যায়নি। রোববার ভোর সোয়া ৫টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চ এমভি কীর্তনখোলা-২ বাল্কহেডটিকে ধাক্কা দেয়। এ সময় ঘুমন্ত চার শ্রমিকসহ বাল্কহেডটি মেঘনায় ডুবে যায়। তাদের মধ্যে নিজাম তালুকদার নামে এক শ্রমিক সাতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি তিনজনের সন্ধান পাওয়া যায়নি।

গজারীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর- রশীদ জানান, সোমবার সকাল ৯টা থেকে ফায়ার সার্ভিস ও কোষ্টগার্ড পুনরায় নদীতে উদ্ধার কাজ শুরু করে। রোববার আলোর স্বল্পতার কারণে উদ্ধার কাজ বিকেলের পর বন্ধ রাখা হয়।

তিনি আরও জানান, নিখোঁজ তিন শ্রমিক হলেন- মো. আসলাম, মান্নান হাওলাদার ও মো. ইমাদুল। তবে এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি।

ভবতোষ চৌধুরী নুপুর/এমএমজেড/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।