শার্শায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


প্রকাশিত: ০৪:২৫ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৫

যশোরের শার্শায় বিশিষ্ট সমাজসেবক মরহুম আব্দুল ওহাব (চুন্নু) স্মরণে একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শার্শার গর্বিত সন্তান ও কেশবপুর উপজেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহাবুবুর রহমানের তত্ত্ববধানে নিজ বাড়িতে ছয়জন বিশষেজ্ঞ চিকিৎসক নিয়ে এ ফ্রি চিকিৎসা মেলার আয়োজন করা হয়।

শনিবার শার্শার সকাল ৮টা থেকে শুরু করে সন্ধা ৭টা পর্যন্ত এলাকার আট শতাধিক দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও এক সপ্তাহের ওষুধ প্রদান করা হয়। এ সময় অন্যান্য চিকিৎসকদের মধ্যে উপস্থিত থেকে চিকিৎসা প্রদান করেন গাইনি বিশেষজ্ঞ ডা. ফিরোজা খাতুন, বাত ব্যথার ডা. মুরসালিন রহমান (শুভ), চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. জসীম উদ্দীন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. আসরাফ, দন্ত চিকিৎসক ডা. শামিমা আক্তার প্রমুখ।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদোক্তা ডা. মাহাবুবুর রহমান জানান, প্রতি বছর একবার এলাকার সাধারণ মানুষকে বিনামূল্যে ওষুধ প্রদান ও চিকিৎসা সেবা প্রদান করা হবে। এছাড়া প্রত্যেক রোগীর পরবর্তী চিকিৎসার জন্য প্রয়োজনে বিনামূল্যে প্রেসক্রিপশন প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, সাধারণ মানুষ ও দরিদ্র শ্রেণির লোকদের চিকিৎসা প্রদান করাই আমার লক্ষ্য। আমি চাই আমার মতো অন্যান্য চিকিৎসক যারা আছেন তারাও স্ব-স্ব এলাকায় এ ধরনের উদ্যোগ গ্রহণ করবেন।

জামাল হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।