শেরপুরে এক লাখ ১৭ হাজার টাকার জাল নোটসহ আটক ২


প্রকাশিত: ০৩:২১ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৫

শেরপুরে এক লাখ ১৭ হাজার টাকার জাল নোটসহ দুই প্রতারককে আটক করেছে পুলিশ। সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল ছয়ঘড়িপাড়া গ্রাম থেকে রোববার বিকেল ৪টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলো, সাতপাকিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে এমদাদ আলী ( ৪৫) ও একই গ্রামের হাসান আলীর ছেলে লাভলু মিয়া (৩৮)।
 
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম জানান, জাল টাকা লেনদেন হয় এমন সংবাদের ভিত্তিতে এদিন বিকেলে পুলিশ ক্রেতা সেজে ছয়ঘড়ি পাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়। এসময় ২৩৪ বান্ডিল ৫০০ টাকার জাল নোট উদ্ধার করে ওই দুই প্রতারককে আটক করা হয়।

শেরপুরের পুলিশ সুপার মো. মেহেদুল করিম বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে একটি অসাধুচক্র ওই জাল টাকা বাজারে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

হাকিম বাবুল/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।