ভোলায় প্রতিপক্ষের হামলায় যুবক আহত


প্রকাশিত: ০১:১৪ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৫

পূর্ব শত্রুতার জের ধরে ভোলা সদর উপজেলার চর সামাইয়ায় প্রতিপক্ষের হামলায় মো. নূরে আলম (৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে চর সামাইয়া ইউনিয়নের ৫নং ইউনিটের বাদশাহ মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নূরে আলম চর সামাইয়ার আবদুল মালেক মাস্টারের ছেলে। তিনি বরিশাল সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরে ধারালো অস্ত্রের ১৪টি আঘাত রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে বাদশাহ মার্কেট সংলগ্ন এলাকায় মোটরসাইকেলযোগে স্থানীয় আনোয়ার (৩১), ইউসুফ (২৮) ও মামুন (২০) নূরে আলমের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা নূরে আলমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। হামলাকারীরা চর সামাইয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোশারফ হোসেন (কুট্রি) পেয়াদারের ছেলে।



তারা আরো জানান, মাত্র এক মিনিটের মধ্যেই নূরে আলমের গায়ে ধারালো অস্ত্র দিয়ে ১৪টি কোপ দিয়ে মোটরসাইকেলযোগেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।

পরে মুমূর্ষু নূরে আলমকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসকরা তাকে বরিশাল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এখন সেখানেই চিকিৎসাধীন তিনি।

নূরে আলমের বাবা আবদুল মালেক মাস্টার অভিযোগ করে বলেন, প্রায় এক বছর আগে মামুন ও তার বাবা আমাদের ওপর হামলা চালায়। সেই ঘটনায় মামলা করা হলে মামুনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। মামুনদের পরিবার দীর্ঘদিন ধরে ওই মামলা তুলে নেয়ার জন্য আমাদের চাপ দিতে থাকে, অন্যথায় এর পরিণতি ভালো হবে না বলে হুমকি দেয়। শনিবার রাতে আমার ছেলেকে একা পেয়ে ওরা তিন ভাই মিলে মেরে ফেলতে চেয়েছে। আমি এর বিচার চাই।

স্থানীয় মামুন পালোয়ান বলেন, গত রমজানের ঈদে খেয়াঘাট এলাকার এক যুবককে বন্ধুদের নিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে মামুন। ওই ঘটনায় তার কোনো বিচার না হওয়ায় এখন সে কাউকে পরোয়া করে না। এর আগেও এলাকায় বেশ কয়েকজনের ওপর হামলার ঘটনায় জড়িত মামুন। এমনকি সে থানার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামিও।

এ ব্যাপারে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) অসীম কুমার শিকদার জানান, এ ধরনের অভিযোগ এখনও আমরা পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।