বাড়ির সব মেয়েকে গণধর্ষণের হুমকি দিলেন আওয়ামী লীগ নেতা


প্রকাশিত: ১০:১৬ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৫

পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে সাচ্চু আলী (৪৫) নামে এক ব্যবসায়ীকে মারপিট করে গরম তেলের মধ্যে ফেলে দিয়ে হত্যার চেষ্টা করেছে রাজশাহীর স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।

শনিবার রাতে সাচ্চু’র পরিবার নগরীর মতিহার থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ একটি লিখিত অভিযোগ নিয়ে তাদের বাসায় পাঠিয়ে দেয়। অভিযোগ দায়েরের পর রোববার সকাল থেকে অভিযুক্ত আওয়ামী লীগ নেতার ভাইসহ স্থানীয় সন্ত্রাসীরা সাচ্চুর বাড়িতে আগুন দিয়ে তার কলেজপড়ুয়া মেয়েদের তুলে নিয়ে গণধর্ষণ করার হুমকি দিয়ে আসছে বলে জানান তার পরিবার।

খবর পেয়ে রোববার দুপুরে সরেজমিনে গিয়ে সাচ্চুর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে সাচ্চুর বোন খালেদা আকতার জানান, মহানগরীর মধ্যে বুধপাড়া এলাকার বাসিন্দা সাচ্চু আমের মৌসুমে স্থানীয় ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাব্বেল আলীর কাছে কয়েক দফা বাকিতে আম বিক্রি করেছিলেন। সেই সময় রাব্বেল আমের দাম বাবদ ৩ হাজার ৮শ টাকা পরে পরিশোধ করবে বলে জানায়। একই এলাকায় বসবাস করার সুবাদে মৌসুমী আম ব্যবসায়ী রাব্বেলকে সরল বিশ্বাসে বাকিতে আম দেয়। এছাড়াও সাচ্চু তার বসত বাড়ি সংলগ্ন একটি ছোট দোকানে দোকানদারি করে সংসার চালায়। রাব্বেল আমের টাকা পরিশোধ না করে আবারো সাচ্চুর দোকানে গিয়ে বিভিন্ন সময়ে বাকিতে প্রায় ২ হাজার ৫শ টাকার খাবার নিয়ে যায়। দীর্ঘদিন ধরে স্থানীয় দোকানদার সাচ্চু আওয়ামী লীগ নেতা রাব্বেলের কাছে তার পাওনাকৃত ৬ হাজার ৩শ টাকা চাইলে, আজ দিবো কাল দিবো বলে টালবাহানা শুরু করে।

এক পর্যায়ে গত মঙ্গলবার রাতে সাচ্চুর সঙ্গে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা রাব্বেলের বাকবিতণ্ডা শুরু হয়। এসময় রাব্বেল সাচ্চুকে এলোপাতারি মারপিট করে। এক পর্যায়ে সাচ্চুকে হত্যার উদ্দেশ্যে তার দোকানে থাকা কড়ায়ের গরম তেলের মধ্যে ফেলে দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা ওইদিনই রাত সাড়ে ১২টার দিকে সাচ্চুকে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৯নং ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে গিয়েও সাচ্চুর স্ত্রী শিমা বেগমকে রাব্বেলের ভাই আলাউদ্দিন ১ হাজার দিয়ে হাসপাতাল থেকে তার স্বামীকে বাসায় নিয়ে যেতে বলে। তা না হলে এ বিষয়টি মিডিয়াতে প্রকাশ পেলেও তাদের স্বপরিবারে হত্যার হুমকি দিয়ে চলে যায়। তাদের হুমকিকে ভীত হয়ে সাচ্চুকে হাসপাতাল থেকে নিয়ে তার পরিবার অজ্ঞাত স্থানে রেখে আসে। বিষয়টি স্থানীয় মিডিয়ার কর্মরত সাংবাদিকদের নজরে আসলে বেরিয়ে আসে আসল রহস্য। বর্তমানে স্থানীয় আওয়ামী লীগ নেতা রাব্বেল আলী ও তার সন্ত্রাসীদের অব্যাহত হুমকিতে এলাকা থেকে পালিয়েছে সাচ্চুর পরিবার।

এ বিষয়ে নগরীর মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, এ ঘটনায় শনিবার রাত ১০টার দিকে সাচ্চুর পক্ষে তার স্ত্রী শিমা বেগর আওয়ামী লীগ নেতা রাব্বেল আলীসহ তার কয়েক ভাইকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করছেন। তবে বর্তমানে অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে অভিযোগটি মামলা হিসেবে রজু করে আসামিদের গ্রেফতার করা হবে। বিবাদী স্থানীয় আওয়ামী লীগের সভাপতি হওয়ায় অভিযোগটি খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

এ ব্যাপারে আরএমপির অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন জানান, তিনি বিষয়টি জানতেন না। তবে এ ব্যাপারে প্রকৃত অপরাধীদের ধরতে ওসিকে নির্দেশ দেয়া হবে বলে জানান তিনি।  

শাহরিয়ার অনতু/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।