৩৪ হাজার জাল রুপিসহ ভারতীয় আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০২:০৭ পিএম, ১১ নভেম্বর ২০১৯

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৪৪ হাজার জাল রুপিসহ ইব্রাহিম গাজী ছোট (২৯) নামে এক ভারতীয়কে আটক করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যারা কলারোয়া উপজেলার মাদরা বিওপি এলাকা থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবাও জব্দ করা হয়।

ইব্রাহিম গাজী ভারতের চব্বিশ পরগনা জেলার সরূপনগর থানার দরকান্দা গ্রামের মৃত মনতাজ গাজীর ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির আওতাধীন মাদরা বিওপির টহল কমান্ডার হাবিলদার শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা চান্দা গ্রামে মসজিদের পাশে অভিযান চালিয়ে এক ভারতীয়কে জালনোট ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তার সহযোগী কলারোয়া উপজেলার রাজাপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে কিবরিয়া পালিয়ে যায়।

আকরামুল ইসলাম/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।