আবরার রাহাতের ময়নাতদন্ত সম্পন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:৪১ পিএম, ১০ নভেম্বর ২০১৯
ফাইল ছবি

প্রথম আলোর সাময়িকি কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার রাহাতের দাফনের সাতদিনের মাথায় শনিবার কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়েছিল। লাশ উত্তোলনের একদিন পর রোববার (১০ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে নোয়াখালীর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।

নাইমুল আবরারের ময়নাতদন্ত সম্পন্ন করেন, নোয়াখালী জেনারেল হাসপাতালে ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার মাসুদুর রহমান, মেডিকেল অফিসার ডাক্তার ফাহিমা খাতুন উর্মি ও আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম।

মেডিকেল অফিসার ডাক্তার মাসুদুর রহমান জানান, দ্রুত সময়ের মধ্যে আবরারের ময়না তদন্ত রিপোর্ট প্রদান করা হবে।

এর আগে, গতকাল শনিবার (৯ নভেম্বর) বেলা আড়াইটার দিকে নোয়াখালীর সোনাইমুড়ীর ধন্যপুর গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়।

নোয়াখালীর নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিলের উপস্থিতিতে কবর থেকে লাশটি তোলা হয়। তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবদুল আলীম সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে ৬ নভেম্বর ঢাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হকের আদালতে আবরারের বাবা মজিবুর রহমান মামলা করেন।

আদালত গত বুধবার জবানবন্দি গ্রহণ শেষে লাশটি কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে তার মৃত্যুর পর দায়ের করা ‘অপমৃত্যু’ মামলার সঙ্গে নতুন মামলাটি তদন্ত করে ১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে মোহাম্মদপুর থানা পুলিশের ওসিকে নির্দেশ দিয়েছেন।

মিজানুর রহমান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।