মেঘনায় ট্রলার ডুবে ২৪ জেলে নিখোঁজ, আটজনকে জীবিত উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ১০ নভেম্বর ২০১৯

ভোলায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে মেঘনা নদীতে ২৪ জন জেলে নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ১৬ জেলে।

ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মেঘনা নদীতে রোববার দুপুরে এ ঘটনা ঘটে। তবে নিখোঁজ ও উদ্ধার হওয়া জেলেদের নাম পাওয়া যায়নি।

ভোলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রতন চন্দ্র শীল তথ্য নিশ্চিত করে জানান, ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের জামাল মাঝির নেতৃত্বে ২৪ জন জেলে চাঁদপুর জেলার মৎস্য আড়তে ইলিশ মাছ বিক্রি করে রোববার চরফ্যাশনের উদ্দেশ্যে রওনা হন। দুপুরের দিকে ভোলা সদরের ইলিশা মেঘনা নদীতে এলে ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘনা নদী উত্তাল থাকায় ট্রলারটি ডুবে যায়। ওই সময় ৮ জেলে উদ্ধার হলেও ১৬ জন নিখোঁজ রয়েছেন।

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য পুলিশ মেঘনা নদী নেমেছে। সন্ধান চলছে।

জুয়েল সাহা বিকাশ/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।