লক্ষ্মীপুরে ছাত্রলীগ সভাপতিকে হত্যার হুমকি : প্রতিবাদে বিক্ষোভ


প্রকাশিত: ০৬:১৯ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৫

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলকে ‘গুলি করে হত্যা করার’ হুমকি দেয়া হয়েছে। লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরের ছোট ছেলে শাহাদাত হোসেন শিবলু শনিবার সন্ধ্যায় পৌর শিশু পার্ক এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোহেলকে এ হুমকি দেন।

হুমকির প্রতিবাদে রাত ৮টার দিকে ওই ছাত্রলীগ নেতার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করে। এসময় তিনটি ককটেলের বিষ্ফোরণ শোনা যায়।

এনিয়ে দু’পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। রাতে মহিলা কলেজ এলাকায় ছাত্রলীগ সভাপতির বাসার সামনে বেশ কিছু নেতাকর্মীকে জড়ো হতে দেখা গেছে। এতে শহরে আতঙ্ক বিরাজ করছে।

অন্যদিকে, রাত ১১ টায় এ রিপোর্ট লেখার সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের ব্যক্তিগত কার্যালয়ে উভয় পক্ষের লোকজন সমঝোতা বৈঠকে বসেছেন। সেখানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলুর ভাই এ কে এম সালাহ উদ্দিন টিপুসহ সিনিয়র নেতারা উপস্থিত রয়েছে। বৈঠকে অংশ নেওয়া আওয়ামী লীগের এক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে শাহাদাত হোসেন শিবলুর বক্তব্য জানতে মোবাইল ফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়। তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র অভিযোগটি অস্বীকার করেছে।

জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, ‘শিবলু অস্ত্র তাক করে আমাকে গুলি করে হত্যা করবে বলে হুমকি দিয়েছে। এসময় তার অনুসারী মাজেদ সেখানে উপস্থিত ছিল। প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।

লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম জিলানী বলেন, ছাত্রলীগ নেতাকে হুমকি দেয়ার ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।

কাজল কায়েস/একে  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।