বুলবুলের প্রভাব, বঙ্গোপসাগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ০৯ নভেম্বর ২০১৯

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফ.বি.মা কুলসুম মাছ ধরা ট্রলার থেকে পড়ে নিখোঁজ জেলে মো. বেলাল হোসেনের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকেল ৩টার দিকে কুয়াকাটা সৈকতের পূর্ব ঝাউবাগান সংলগ্ন সৈকতে লাশটি ভেসে উঠে বালুতে আটকে যায়। স্থানীয়রা মহিপুর থানায় জানালে পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে আসে। নিহত মো. বেলাল হোসেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীরহাট গ্রামের কুরবান আলীর ছেলে।

এর আগে শুক্রবার সকাল ৭টার দিয়ে ট্রলারটি ঘাটে ফিরে আসার সময় ঢেউয়ের ঝাপটায় বেলাল হোসেন ছিটকে পড়ে যায়।

কুয়াকাটা-আলীপুর ট্রলার মালিক সমবায় সমিতির সভাপতি ও লতাচাপলী ইউপি চেয়ারম্যান মো.আনছার উদ্দিন মোল্লা বলেন, স্থানীয় জেলেদের মাধ্যমে খবর পেয়ে মহিপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে।

মহিপুর থানা পুলিশের এসআই হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এখন ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

কাজী সাঈদ/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।