পরিস্থিতি বুঝে আশ্রয়কেন্দ্রে যাবে উপকূলের মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০১:১০ পিএম, ০৯ নভেম্বর ২০১৯

প্রবল বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড় বুলবুলের কারণে পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপৎসংকেত জারি করেছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে উপকূলের মানুষকে নিরাপদে রাখতে আশ্রয়কেন্দ্রে নিতে কাজ করছে জেলা প্রশাসন। তবে মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে চাইছে না। তারা পরিস্থিতি বুঝে আশ্রয়কেন্দ্রে যাবেন বলে জানিয়েছেন।

কলাপাড়ার ধানখালী ইউনিয়নের ফুলতলি গ্রামের বশির মৃধা, নিজাম ফরাজি, আবুল ফরাজি জানান, শুক্রবার থেকে বৃষ্টি চলছে। বর্তমানে বৃষ্টি নেই। আকাশও পরিষ্কার আছে। এখন আশ্রয়কেন্দ্রে গিয়ে কি করবো? বাড়ির পাশে পানি ও বাতাসের গতিবেগ না বাড়া পর্যন্ত এলাকার মানুষ আশ্রয়কেন্দ্রে যাবে না।

বাউফলের চন্দ্রদ্বীপের চর অডেল গ্রামের বাসিন্দা রফিক মিয়া বলেন, আমরা আশ্রয়কেন্দ্রে গিয়ে দেখে এসেছি। আশ্রয়কেন্দ্রে খোলা আছে। আবহাওয়া খারাপ হলে সেখানে যাব।

কলাপাড়ার চম্পাপুর এলাকার বাসিন্দা কুদ্দুস শরিফ ও সাইফুল মৃধা বলেন, নদীতে পানি সামান্য বাড়ছে। এটাতো স্বাভাবিক পানির মতো মনে হয়। বাতাসের গতিবেগ বাড়লে আশ্রয়কেন্দ্রে যাব।

জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, আবহাওয়া অফিস থেকে মহাবিপৎসংকেত জারি করার সঙ্গে সঙ্গে উপকূলের মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ চলছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।