কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে বুলবুল’র প্রভাব নেই, নদীও শান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ০৮ নভেম্বর ২০১৯
ফাইল ছবি

ঘূর্ণিঝড় 'বুলবুল' এর প্রভাব তেমন ভাবে এখনও পড়েনি কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে। তাই স্বাভাবিক রয়েছে সকল ফেরি চলাচল। দুপুর থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়লেও কোনো ঝোড়ো বাতাস না থাকায় শান্ত রয়েছে পদ্মা নদী। ফলে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে এ নৌরুটে।
বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় এলাকায় নৌ চলাচল বন্ধ থাকলেও কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে কোনো নির্দেশনা আসেনি। তাছাড়া পদ্মা নদী শান্ত থাকায় নৌ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। তবে আবহাওয়া বৈরী হয়ে উঠলে ফেরিসহ সকল নৌ চলাচল বন্ধ রাখা হবে।

এদিকে ঘূর্ণিঝড় 'বুলবুল' এর প্রভাবে দুপুর থেকেই টিপটিপ বৃষ্টি হচ্ছে। রাতে বৃষ্টির মাত্রা কিছুটা বেড়েছে।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, এ নৌপথে ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব এখনও পড়েনি। নদী শান্ত। ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে পরিস্থিতি খারাপ হলে ফেরি চলাচল বন্ধ রাখা হবে।

নাসির/এমএএস/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।