আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ
যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুরে হঠাৎ করেই কারখানার ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। বন্ধের ফলে প্রতিদিন প্রায় কোটি টাকা মূল্যের ১২শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (কারিগরি) ড. মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে ত্রুটি দেখা দেয়। এর ফলে কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। ইতোমধ্যে ত্রুটি সারানোর জন্য শুরু হয়েছে। কাজ শেষ করে দুই-তিনদিন পর পুনরায় উৎপাদন শুরু হবে।
আজিজুল সঞ্চয়/এএম/পিআর