ঘুষের টাকাসহ সার্ভেয়ারকে হাতেনাতে ধরলো দুদক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ০৫ নভেম্বর ২০১৯

দিনাজপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে জেলা পরিষদের সার্ভেয়ার মো. আল আমিনকে ২০ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় হাতেনাতে আটক করেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জেলা পরিষদ থেকে তাকে আটক করা হয়।

দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, সদর উপজেলার বড়ইল গ্রামের মো. সাইফুল আলীর স্ত্রী শাবানা খাতুন জেলা পরিষদের বাঙ্গিবেচা মৌজায় সাড়ে ৯ শতক জমি লিজ গ্রহণের জন্য আবেদন করেন। পরে জেলা পরিষদ জমিটি লিজ প্রদানের পক্ষে মতামত দেয়। কিন্তু শাবানা খাতুনের কাছে জেলা পরিষদের সার্ভেয়ার আল-আমিন ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ঘুষের টাকা না দিলে তাকে ওই জমি লিজ দেয়া হবে না বলে জানান সার্ভেয়ার আল-আমিন। শাবানা খাতুন বিষয়টি সমন্বিত জেলা দুদক অফিসে অভিযোগ করেন।

তিনি আরও জানান, সকালে শাবানা খাতুন জমির লিজ গ্রহণের ২০ হাজার টাকা ঘুষ প্রদান করলে সার্ভেয়ার আল-আমিনকে ঘুষ গ্রহণের টাকাসহ আটক করা হয়। এ ঘটনায় দুদক আইনে সার্ভেয়ার আল-আমিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এমদাদুল হক মিলন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।