নরসিংদীতে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নামাজ আদায়


প্রকাশিত: ০৯:৪৪ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৫

বিপুল উৎসাহ, উদ্দীপনা আর কুশল বিনিময়ের মধ্য দিয়ে নরসিংদীর বিভিন্ন ঈদগাহে ঈদুল আয্হার নামাজ আদায় করেছে মুসল্লিরা। সকাল থেকেই বিভিন্ন বয়সের মানুষ উৎসব মুখর পরিবেশে ঈদগাহে মিলিত হয়।

শুক্রবার সকাল সাড়ে আটটায় জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয় গাবতলী জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার ঈদগাহ ময়দানে।

জামাতে ইমামতি করেন গাবতলী জামেয়া কাসেমিয়া কামিল মহিলা মাদ্রাসার উপাধ্যক্ষ জামাল উদ্দিন মাদানী।

উপজেলা চেয়ারম্যান, চিনিশপুর ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই নামাজে অংশ নেয়।

নামাজ শেষে উপজেলা চেয়ারম্যান আলহাজ মঞ্জুর এলাহি সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

এছাড়া শহরের জেলা কালেক্টরিয়েট ঈদগাহে নামাজ আদায় করেন জেলা প্রশাসক আবু হেনা মোর্শেদ জামানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সঞ্জিত সাহা/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।