সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা হত্যায় দ্বিতীয় স্ত্রীর ছেলের মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৫:০৩ এএম, ০৪ নভেম্বর ২০১৯

সুনামগঞ্জের দোয়ারাজার উপজেলায় মুক্তিযোদ্ধা আব্দুল বারিক হত্যা ঘটনায় মামলা করেছেন তার দ্বিতীয় স্ত্রীর ছেলে মাসুক মিয়া।

রোববার (৩ নভেম্বর) রাতে দোয়ারাবাজার থানায় বাদী হয়ে হত্যা মামলা করেন তিনি। এদিকে এ ঘটনায় নিহত মুক্তিযোদ্ধা আব্দুল বারিকের প্রথম স্ত্রী আছিয়া বেগম (৬০) ও ছেলে মিলন মিয়াকে (২২) গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় প্রতিপক্ষকে ফাঁসাতে মুক্তিযোদ্ধা বারিককে হত্যা করেন তার স্ত্রী। রোববার সকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

দোয়ারাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম বলেন, এ ঘটনায় মুক্তিযোদ্ধা আব্দুল বারিকের দ্বিতীয় পক্ষের স্ত্রীর ছেলে থানায় একটি হত্যা মামলা করেছেন। আব্দুল বারিকের স্ত্রী ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মোসাইদ রাহাত/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।