ট্রাকের ঘষায় হাত হারালেন গার্মেন্টস কর্মী মাকসুদা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০১:৫৫ এএম, ০৪ নভেম্বর ২০১৯
প্রতীকী ছবি

বগুড়ার শেরপুর উপজেলায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের ঘষায় মাকসুদা বেগম (৩৫) নামে এক নারীর হাত খসে পড়ার ঘটনা ঘটেছে।

রোববার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার রাজপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। মাকসুদা বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিরা গ্রামের এমদাদুল হকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন মাকসুদা বেগম। ছুটি শেষে গ্রামের ঢাকায় ফেরার জন্য তিনি মাঝিড়া বাসস্ট্যান্ড থেকে ‘মা রিজিয়া’ পরিবহন নামের একটি বাসে ওঠেন। বাসের শেষের দিকে বসেন মাকসুদা। অসাবধানতাবশত তার ডান হাত জানালার বাইরে বের হয়ে ছিল। রাজাপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বাসটির গা ঘেঁষে অতিক্রম করে। এ সময় মাকসুদার ডান হাত ট্রাকের ঘষায় কেটে নিচে পড়ে যায়।

দ্রুত বাস থামিয়ে তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ মন্ডল বলেন, হাসপাতালে ভর্তির পর মাকসুদা বেগমের অপারেশন সম্পন্ন হয়েছে।

লিমন বাসার/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।