প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ মাঠ


প্রকাশিত: ০২:৩৯ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৫

এবারো দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এরই মধ্যে শেষ হয়েছে মাঠের সব প্রস্তুতি। জামাত শুরু হবে সকাল ৯টায়। দূরের মুসল্লিদের জন্য থাকছে শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেন সার্ভিস। প্রায় আড়াই’শ বছরের প্রাচীন শোলাকিয়া মাঠে এবারো জামাতে ইমামতি করবেন, মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।

এবার শোলাকিয়ায় অনুষ্ঠিত হচ্ছে, ১৮৮ তম ঈদ-উল আযহার জামাত। এরই মধ্যে মাঠের সংস্কার কাজ শেষ হয়েছে। মাঠের লাইন টানা, দেয়ালে চুনকাম, ওজুখানা মেরামতসহ সব প্রস্তুতি শেষ হয়েছে। শোলাকিয়ায় ঈদের নামাজ পড়লে বেশি সওয়াব পাওয়া যায়। তাই এ মাঠে নামাজ পড়তে আসেন, দেশ-বিদেশের লাখো মানুষ।

ঈদ জামাত নির্বিঘ্ন করতে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। র্যাব-পুলিশের পাশাপাশি থাকছে সাদা পোশাকের নিরাপত্তা বাহিনী। মাঠের প্রতিটি প্রবেশ পথে থাকছে ক্লোজসার্কিট ক্যামেরা। এ দিকে মাঠে নামাজ আদায় করতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দেশবাসীকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। জেলা প্রশাসক জি এস এম জাফরউল্লাহ্ জানান ঈদের জন্য মাঠ প্রস্তুত করা হয়েছে।

Kisshorgonj

কিশোরগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খান জানান, ঈদকে ঘিরে বিপুল সংখ্যক আইন-শৃংখলা বাহিনী কাজ করবে। এরই মধ্যে মাঠের নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ। মুসল্লিরা শান্তিপূর্ণ পরিবেশে নামাজ পড়ে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রতিবছর ঈদের জামাতে এখানে লাখো মানুষের ঢল নামে। তবে কোরবানির আনুষ্ঠানিকতার কারণে ঈদুউ আযহায় মুসল্লি সমাগম কম হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

এ দিকে বৈরি আবহাওয়া মুসল্লিদের ভোগান্তি বাড়াতে পারে বলে আশঙ্কা করছে ঈদগাহ পরিচালনা কমিটি।

নূর মোহাম্মদ/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।