নরসিংদীতে আ.লীগের দু’পক্ষ মুখোমুখি, কাউন্সিল পণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ০২ নভেম্বর ২০১৯

নরসিংদীর বেলাবো উপজেলার উজিলাবোয় নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়ায় পণ্ড হয়ে গেছে কাউন্সিল। সহিংসতার আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাউন্সিল উপলক্ষে জড়ো হওয়া নেতাকর্মী ও সমর্থকদের সভাস্থল থেকে সরিয়ে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে দুপুর ২টার দিকে ১৪৪ ধারা তুলে নেয়া হয়।

শনিবার উপজেলাচর উজিলাবো ইউনিয়নের তিনটি ওয়ার্ডে ক্ষমতাসীন দলের কমিটি গঠনকে কেন্দ্র করে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Narsingdi

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নিদের্শনা অনুযায়ী প্রতিটি উপজেলায় ইউনিয়ন ও ওয়ার্ডে দলের নতুন কমিটি গঠনের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে চর উজিলাবো ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনের উপলক্ষে বারৈচা বাসষ্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে কাউন্সিলের আয়োজন করা হয়। এ সময় উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক শারমিন আক্তার খালেদাসহ দলের স্থানীয় একটি অংশ একই স্থানে সভা ডাকে।

Narsingdi

এদিকে একই সময় আওয়ামী লীগের দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়ায় সহিংসতার আশঙ্কায় বারৈচায় সভা স্থলে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাউন্সিলে উপলক্ষে জড়ো হওয়া নেতাকর্মী ও সমর্থকদের সেখান থেকে সরিয়ে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে দুপুর ২টার দিকে ১৪৪ ধারা তুলে নেয়া হয়।

কাউন্সিল উপলক্ষে সেখানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি শমসের জামান রিটন, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সঞ্জিত সাহা/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।