আওয়ামী লীগের জন্য আমরা শান্তিতে আছি : ত্রিপুরার স্পিকার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ০১ নভেম্বর ২০১৯

ভারতের ত্রিপুরা রাজ্য বিধানসভার স্পিকার রেবতী মোহন দাস বলেছেন, আসাম রাজ্যসহ ভারতের কিছু কিছু অংশে উগ্রপন্থীরা অতর্কিত হামলা করতো। বাংলাদেশের একটি সরকার তাদেরকে ‘প্রশ্রয়’ দিত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর খাগড়াছড়ি থেকে সিলেটের যে যে অংশে উগ্রপন্থীরা থাকতো সব গুঁড়িয়ে দিয়েছে। আমরা এখন শান্তিতে আছি। বাংলাদেশের এ ঋণ অর্থের বিনিময়ে শোধ হবে না।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ঢাকায় সরকারি-বেসরকারি কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে চারদিনের সফরে বাংলাদেশে এসেছেন ‘ভারত-বাংলাদেশ মৈত্রী সংসদ’ ভারত চ্যাপ্টারের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল। রেবতী মোহন দাস এ প্রতিনিধি দলের প্রধান।

তিনি বলেন, আমরা চাই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও নিবিড় এবং ঘনিষ্ঠ হোক। সেজন্য আমরা চাইছি সাংস্কতিক বিনিময়। প্রয়োজনের দুইপাড়ের কবি গোষ্ঠী মিলে বই প্রকাশ করবো। ঋদ্ধতা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য আমরা এগিয়ে এসেছি।

এ সময় চেকপোস্টে ভারত-বাংলাদেশ মৈত্রী সংসদের নেতৃবৃন্দসহ আখাউড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজিজুল সঞ্চয়/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।