তালাকনামা হাতে পেয়ে স্বামীর বাড়ি লুট!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ৩১ অক্টোবর ২০১৯

রংপুরের গঙ্গাচড়ায় তালাকনামা হাতে পেয়ে স্ত্রী ও তার স্বজনরা স্বামীর বাড়ি লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের জয়দেব মানসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে চাঁদ মিয়ার সঙ্গে প্রায় ১১ বছর আগে একই ইউনিয়নের ওমর বালাটারী গ্রামের আলমগীর বাদশার মেয়ে রেজিয়া সুলতানার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রীর ‘উচ্ছৃঙ্খল আচরণের’ কারণে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ লেগে থাকত। চাঁদ মিয়া চাকরির সুবাদে ঢাকায় থাকেন। প্রায় ১৫ দিন আগে তিনি বাড়িতে আসেন। সে সময়ও তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে রেজিয়া সুলতানা তার শাশুড়িকে মারধর করেন। বিষয়টি মেনে নিতে পারেননি স্বামী চাঁদ মিয়া। তিনি ঢাকায় ফিরে গিয়ে গত ২৩ অক্টোবর স্ত্রীকে কোর্টের মাধ্যমে তালাক দিয়ে তালাকনামা পাঠিয়ে দেন।

বৃহস্পতিবার দুপুরে চাঁদ মিয়ার বাড়িতে থাকা অবস্থায় রাজিয়া সুলতানা তালাকনামাটি হাতে পান। এতে ক্ষিপ্ত হয়ে তিনি তার বাবার বাড়িতে খবর দিলে বাবা আলমগীর বাদশার নেতৃত্বে প্রায় ২৫ জন আত্মীয়-স্বজন চাঁদ মিয়ার বাড়ি গিয়ে তার বাড়িতে থাকা খাট, শোকেস, টিভি, ফ্রিজ, র‍্যাক, আলনা, টেবিল, ফ্যান, জাজিম ও হাড়িপাতিলসহ প্রায় দুই লক্ষাধিক টাকার বিভিন্ন আসবাবপত্র লুটপাট করে পিকআপভ্যানে করে নিয়ে যায়। এ সময় চাঁদ মিয়ার আত্মীয়-স্বজনরা বাড়িতে ছিলেন না।

খবর পেয়ে থানা পুলিশের এসআই মোর্শেদ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, রেজিয়া সুলতানাসহ তার স্বজনরা যে কাজটি করেছেন তা আইন বহির্ভূত। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জিতু কবীর/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।