এ দেশের গ্রাম আর চেনা যাবে না : পরিকল্পনামন্ত্রী
১০০ কোটি টাকা ব্যয়ে বিশেষ প্রকল্পে বিভিন্ন বসতবাড়িতে স্থাপিত নলকূপের কাজ পরিদর্শন করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বৃহস্পতিবার সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে সদ্যনির্মিত নলকূপের কাজ পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে পরিকল্পনামন্ত্রী স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, পানি আল্লাহর নেয়ামত। শেখ হাসিনার সরকার সব সময় গরিব ও হতদরিদ্রদের পক্ষে আন্তরিক। আওয়ামী লীগ সরকার গ্রামকে শহরে পরিণত করার লক্ষ্যে দিন-রাত কাজ করে যাচ্ছে। কিছু দিনের মধ্যে এদেশের গ্রামকে আর চেনা যাবে না। গ্রাম হবে শহর। রাস্তাঘাট, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব হবে এই হাওর এলাকায়।
পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরের মানুষদের নিয়ে চিন্তা করেন। তিনি প্রায়ই আপনাদের অবস্থার কথা আমার কাছে জানতে চান। তিনি বলেন- হাওরের উন্নয়নে যা প্রকল্প আসে নিয়ে আসুন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের কষ্ট বোঝেন।
এ সময় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, জনস্বাাস্থ্য প্রকৌশলী মো. আব্দুর রব সরকার, দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মো. মনির উদ্দিন, ইউপি সদস্য বদরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মোসাইদ রাহাত/আরএআর/জেআইএম