ইসলামপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে কৃষিবীজ বিতরণ


প্রকাশিত: ১০:৪৪ এএম, ২৫ অক্টোবর ২০১৪

জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষিবীজ বিতরণ করেছে বেসরকারি চার ব্যাংক। শনিবার ইসলামপুর উপজেলা জনতা মাঠে কৃষকদের মাঝে কৃষিবীজ বিতরণ করা হয়।

বেসরকারি সিটি ব্যাংক, এক্সিম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং ফাস্ট সিকিউরিটি ব্যাংকের যৌথ উদ্যোগে ইসলামপুর উপজেলার ১০ হাজার ৫শ’ ৫০ জন কৃষকের মাঝে ৩০ লাখ ২৯ হাজার ৫শ’ টাকার কৃষি বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল। এছাড়া ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমুর রহমানের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন- সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক মইনুদ্দিন,এক্সিম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোশারফ হোসেন মজুমদার, সিটি ব্যাংক জামালপুর শাখার ব্যবস্থাপক মোঃ নুরুল ইসলাম, ন্যাশনাল ব্যাংক জামালপুর শাখার ব্যবস্থাপক জি.এম মাহাবুবুর রশিদ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।