সাকিবের শাস্তি কমানোর দাবি মাগুরাবাসীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ৩০ অক্টোবর ২০১৯

বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। তবে সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল দাবি করেছেন সাকিব কোনো অপরাধ করেনি।

এ বিষয়ে সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল হতাশা ব্যক্ত করে জাগো নিউজকে বলেন, তার ছেলে এমন কোনো বড় অপরাধ করেনি যে তাকে এমনভাবে শাস্তি ভোগ করতে হবে। তিনি বিষয়টি পুনরায় বিবেচনার জন্য আইসিসি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এদিকে ক্ষোভে ফুঁসছে সাকিব আল হাসানের নিজ জেলা মাগুরার মানুষ। গণমাধ্যমে বিষয়টি জানার পর বিভিন্ন স্তরের মানুষ এটির প্রতিবাদে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

Magura-(3).jpg

মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজি মকবুল হোসেন জাগো নিউজকে বলেন, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না। সাকিবও ভুল করেছে। সে আমাদেরই সন্তান। একজন বিশ্বসেরা ক্রিকেটার। দেশের মুখ উজ্জ্বলের স্বার্থে তার ভুলকে ক্ষমা করে দেয়া উচিত বলে মনে করেন তিনি।

তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাকিব জুয়াড়ির প্রস্তাব গ্রহণ করেনি। তাহলে কেন এত বড় শাস্তি দেয়া হবে তাকে। আইসিসির কাছে এটি প্রত্যাহারের আবেদনও জানান তিনি।

Magura-(3).jpg

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন খান জাগো নিউজকে বলেন, সাকিব ছাড়া বাংলাদেশের ক্রিকেট চরম আঘাতের মুখে পড়বে। যেহেতু সে নিজে দোষ স্বীকার করেছে তাই তার সাজা আরও কম করা উচিত ছিল বলে মনে করেন তিনি।

এদিকে বুধবার বেলা ১১টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে মাগুরাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সাকিব ভক্তরা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান এবং ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।

Magura-(3).jpg

বিক্ষোভকারীরা ‘নো সাকিব নো ক্রিকেট’ স্লোগানে আইসিসির নিষেধাজ্ঞার সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে থাকেন।

সাকিব ষড়যন্ত্রের শিকার, এটি বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার একটি ষড়যন্ত্র বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

আরাফাত হোসেন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।