দেশে ফিরলো পাচারের শিকার ৭ বাংলাদেশি কিশোর


প্রকাশিত: ০৭:০৫ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৫

পাচারকারীদের মিথ্যা প্রলোভনে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হওয়া সাত বাংলাদেশি কিশোর দেড় বছর পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে। বুধবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) যৌথভাবে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হাতে ওই কিশোরদের হস্তান্তর করেন।

ফেরত আসা কিশোররা হলো সাতক্ষীরার রায়ের খোলা গ্রামের মুজিবর রহমানের ছেলে আমান উল্লাহ (১৬), বাঁশতলা গ্রামের আবু তালেবের ছেলে ছালাম (১৪), কালেরডাঙ্গা গ্রামের মুজিবরের ছেলে সাগর হোসেন (১৫), দোলইপুর গ্রামের আশরাফের ছেলে শাহিনুর রহমান (১৬), বাগেরহাটের মালিপাটন গ্রামের টুলু শেখের ছেলে কাওছার আলী (১৫), খুলনার দোলখোলা গ্রামের জিয়াউর রহমানের ছেলে ছাব্বির হোসেন (১৪) ও ফেনীর দাগনভুইয়া থানার উত্তর জাইরসকর গ্রামের সামসুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (১৩)।

পুলিশ জানায়, দেড় বছর আগে এসব কিশোরদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে একটি দালালচক্র দেশের বিভিন্ন সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। পরে দালালরা ভালো কাজের প্রতিশ্রুতি ভঙ্গ করে তাদের ফেলে পালিয়ে আসে। এ সময় ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত তাদের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে জেল হাজতে পাঠায়।

খবর পেয়ে কলকাতার ‘ধুবাশ্রম” নামের একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরবর্তীতে এসব কিশোরদের নাম, ঠিকানা জোগাড় করে যাচাই-বাচাই করে। পরে দু‘দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের পর তারা বাংলাদেশ ফেরত পাঠায়।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোমিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেরত আসা কিশোরদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সেখান থেকে বাংলাদেশ মহিলা আইজীবী সমিতির তাদের গ্রহণ করবেন। পরে ওই কিশোরদেরকে নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেবেন বলে জানান তিনি।

জামাল হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।