রাজশাহীতে কখন কোথায় ঈদের জামাত
রাজশাহীতে ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ্ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। তবে আবহাওয়া খারাপ হলে একই সময় প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ্ মখদুম (র.) দরগাহ মসজিদে। এখানে ইমামতি করবেন শাহ মখদুম (র.) জামিয়া ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শাহাদাত আলী।
একই সময় দ্বিতীয় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে মহানগর ঈদগাহ (টিকাপাড়া) ময়দানে। তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে মহানগরীর সাহেববাজার বড় রাস্তায় সকাল সোয়া ৮টায়। বুধবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এদিকে, রাজশাহী মহানগরীতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে তেরখাদিয়া শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে সকাল সোয়া ৮টায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়, সিরোইল সরকারি হাইস্কুল ঈদগাহ মাঠে সকাল ৮টায়, হাজী লাল মুহাম্মদ ঈদগাহ মাঠে সকাল ৮টায়, বুলনপুর ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকাল সাড়ে ৭টায়, রাজশাহী জজ কোর্ট ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়।
এছাড়া মহানগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, রায়পাড়া বসরি ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, কাঠালবাড়িয়া ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, রায়পাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, রাজশাহী কোর্ট স্টেশন ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, শালবাগান সিঅ্যান্ডবি মাঠে সকাল সাড়ে ৮টায়, ছোট বনগ্রাম জামিয়া রহমানিয়া মাদরাসা মাঠে সকাল সাড়ে ৭টায়, আসাম কলোনি বায়তুল মামুর জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া মহানগরীর মোল্লাপাড়া ঈদগাহে নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, রাজশাহী রিমডেলিং রেলস্টেশন চত্বরে সকাল ৮টায়, কোর্ট বুলনপুর ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, খোজাপুর গোরস্থান ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, সাতবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, উপশহর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৮টায়, মসজিদ-ই-নূর ঈদগাহ মাঠে সকাল ৮টায়।
মতিহারের জাহাজঘাট মোড় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, খোজাপুর ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, পাঁচানী ঈদগাহ মাঠে সকাল ৮টায়, সাতবাড়িয়া ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, বিনোদপুর আহলে হাদীস জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, শহীদবাগ জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, কয়েরদাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, মালদা কলোনি ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, মদিনাতুল উলুম কামিল মাদরাসা মাঠে সকাল ৮টায়, ডিঙ্গাডুবা ঈদগাহ মাঠে সকাল ৮টায়, কাশিয়াডাঙ্গা সিটি গেট ঈদগাহে সকাল ৮টায়, কাশিয়াডাঙ্গা ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, মেহেরচন্ডি বুধপাড়া কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়, ধরমপুর মধ্যপাড়া ঈদগাহ মাঠ সাড়ে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এদিকে, কাজলা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, শিরোইল স্কুল ঈদগাহ মাঠে সকাল সোয়া ৮টায়, মির্জাপুর পূর্ব পাড়া ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, চৌদ্দপাই মোড় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, ডাঁশমারী পূর্ব পাড়া ঈদগাহ মাঠে সকাল ৮টায়, সপুরা শাহী জামে মসজিদে সকাল ৮টায়, ফিরোজাবাদ ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, আমচত্বর আহলে হাদীস মাঠে সকাল সাড়ে ৭টায়, বালিয়াপুকুর জামে মসজিদে সকাল ৮টায়, খাদেমুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে সকাল ৮টায়, তালাইমারী বাজারে সকাল সাড়ে ৮টায়, গোলজারবাগ ঈদগাহে সকাল ৮টায়, হাতেম খাঁ জামে মসজিদে সকাল সোয়া ৮টায়, আম বাগান মৎস্য ভবনে ৮টায়, মেহেরচন্ডি মধ্যপাড়া কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টায়, তেরখাদিয়া মধ্যপাড়া জামে মসজিদে সকাল পৌনে ৮টায়, পবা উপজেলার বড় আমগাছী পশ্চিমপাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
শাহরিয়ার অনতু/এসএস/পিআর