খেলতে গিয়ে গ্রেনেড-ককটেল কুড়িয়ে পেল শিশুরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১২:২০ এএম, ২৭ অক্টোবর ২০১৯

বগুড়ার আদমদীঘিতে একটি পুকুর পাড়ে মাটি খুঁড়ে ছয়টি ককটেল ও তিনটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) রাতে সেগুলো উদ্ধার করেছে পুলিশ।

রামপুরা গ্রামের ইনছের আলী জানান, শনিবার বিকেলে পাঁচ থেকে ছয়জন শিশু পুকুর পাড়ে খেলা করছিল। সন্ধ্যায় ইউসুফ নামের এক শিশু ধান কাটার কাঁচি দিয়ে পুকুর পাড়ে মাটি খোঁড়ার সময় ককটেল ও গ্রেনেড পায়। একে একে সেখান থেকে ছয়টি ককটেল ও তিনটি গ্রেনেড বের হয়।

southeast

পরে খেলনা হিসেবে সেগুলো ব্যবহার করতে থাকে তারা। গ্রামবাসী বোমাগুলো দেখতে পেয়ে একটি বালতির পানিতে ডুবিয়ে রাখে। পরে থানায় খবর দিলে রাতে সেগুলো উদ্ধার করে পুলিশ।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, খবর পেয়ে  ছয়টি ককটেল ও তিনটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। তবে সেগুলো পরিত্যক্ত বলে মনে হচ্ছে। এগুলো মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে।

লিমন বাসার/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।