মহাসড়কে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোবাইক, চালক নিহত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ২৬ অক্টোবর ২০১৯

টাঙ্গাইলের মির্জাপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোবাইক দুমড়ে-মুচড়ে অটোবাইক চালক মো. নজরুল ইসলাম নিহত হয়েছেন। এ সময় নারীসহ ছয়জন আহত হয়েছেন।

আহতদের গুরুতর অবস্থায় কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা পৌনে ১১টার দিকে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড থেকে অটোবাইকে যাত্রী নিয়ে দেওহাটা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন চালক নজরুল ইসলাম। বেলা ১১টার দিকে দেওহাটা আন্ডারপাসের পশ্চিম পাশে পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ওঠে যায় তার অটোবাইক। এ সময় উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস ধাক্কা দিলে অটোবাইকে দুমড়েমুচড়ে যায়। এতে অটোবাইকের চালকসহ সাতজন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অটোবাইক চালক নজরুল মারা যান। অটোবাইক চালক নজরুল উপজেলার পুষ্টকামুরী গ্রামের রুস্তমের ছেলে।

আহতরা হলেন- মানিকগঞ্জের ঘিওর উপজেলার পরিতোষ পালের স্ত্রী অষ্টমী পাল (৫৫), আশুলিয়ার কালিকাপুর শিমুলিয়া গ্রামের শম্ভু পালের দুই ছেলে নারায়ণ পাল (৩৮) ও দীনেশ পাল (৬৫), মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানি গ্রামের আলমগীর হোসেন (৩৫) ও দেওহাটা এলাকার আলম মিয়া (৪৫)। তাদের চিকিৎসা চলছে।

দেওহাটা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সেলিম রেজা বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে অটোবাইক মহাসড়কে ওঠে গেলে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের বাস ধাক্কা দেয়। এতে অটোবাইক চালক নিহত ও ছয়জন আহত হয়েছেন।

এস এম এরশাদ/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।