১৪শ কেজি মা-ইলিশ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ২৩ অক্টোবর ২০১৯
ফাইল ছবি

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এক হাজার ৪১৮ কেজি মা-ইলিশ উদ্ধার করেছে মাওয়া শাখা কোস্টগার্ড।

কন্টিনজেন্ট কমান্ডার মোকারম হোসেনের নেতৃত্বে বুধবার সকালে অভিযান পরিচালনা করে পদ্মা নদীর লৌহজং উপজেলার ডহরী এলাকা থেকে একটি ট্রলারে মা-ইলিশ আটক করা হয়। এসময় জেলেরা কোস্টগার্ডের টহল টিম দেখে পালিয়ে যায়।

উপজেলার ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদার জানান, জব্দকৃৃত ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানা, মাদরাসা, মসজিদসহ অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, এ বছর ইলিশ নিধনবিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে এটিই এ পর্যন্ত আটক মাছের সর্বোচ্চ চালান।

ভবতোষ চৌধুরী নুপুর/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।