৫ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর


প্রকাশিত: ০৭:২৪ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৫

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বুধবার থেকে রোববার পর্যন্ত ৫ দিন চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে ।
 
সোনামসজিদ স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার ফকরুল ইসলাম জাগো নিউজকে জানান, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপ, সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশন যৌথভাবে ভারতের মোহদীপুর স্থলবন্দরের আমদানি-রফতানিকারক ও কাস্টমস কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ও রোববার মোট ৫ দিন বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে।   
 
আগামী ২৮ সেপ্টেম্বর সোমবার থেকে বন্দরে পুনরায় আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম শুরু হবে।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।