নরসিংদীতে স্যামসাং ফ্যাক্টরিতে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২০ অক্টোবর ২০১৯

নরসিংদীর শিবপুরে স্যামসাং ফ্যাক্টরিতে বিদ্যুৎস্পৃষ্টে সাব্বির হোসেন নামে (২৬) এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে ফ্যাক্টরির ফ্রিজ তৈরির কারখানায় এ ঘটনা ঘটে। নিহত সাব্বিরের বাড়ি শিবপুর উপজেলা বংশিরদিয়া গ্রামে।

জানা যায়, সাব্বির সকালে ফ্যাক্টরিতে কাজে আসেন। কাজ শুরুর এক পর্যায়ে তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই রিয়াজ জাগো নিউজকে বলেন, ভাই সকালে ফ্যাক্টরিতে গেছে। হঠাৎ কারখানা থেকে ফোন করে আমাকে জানায় সাব্বির ভাই অসুস্থ, দ্রুত হাসপাতালে আসতে হবে। গিয়ে দেখি ভাই মৃত অবস্থায় পড়ে আছে।

অপর একটি সূত্র থেকে জানা যায়, স্যামসাং আন্তর্জাতিক মান সম্পন্ন কোম্পানি। কিন্তু শিবপুরে কারখানাটি নতুন করে তৈরি করা হয়েছে। এ ফ্যাক্টরিতে উন্নয়ন কাজ এখনও চলমান। এ কারণেই বিদ্যুতের লিকেজ থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সেলী রানি দাম জাগো নিউজকে বলেন, রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন লোকজন। নিহতের লোকজন জানিয়েছেন, সাব্বির বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মারা গেছেন। পরে চিকিৎসকরা রোগীকে ভালো করে দেখে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় স্যামসাং ফ্যাক্টরির পাবলিক রিলেশন অফিসার রাজেশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজের এ প্রতিবেদককে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে বলেন।

সঞ্জিত সাহা/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।