বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ১৯ অক্টোবর ২০১৯

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে (৩৫) ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে সাংমা প্রু নামে ওই যুবককে ধরে নিয়ে যায় বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছেন লেঙ্গুরা বিজিবি ক্যাম্পের সুবেদার আবুল কাশেম।

সুবেদার আবুল কাশেম বলেন, কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা কাউবাড়ি গ্রামের ফ্রেমান্ট হাচ্ছার ছেলে সাংমা প্রুকে ধরে নিয়ে গেছে বিএসএফ। লেঙ্গুরা সীমান্তের ১১৭১ নং পিলার থেকে ১৫০ গজ ভেতরে গেলে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কামাল হোসাইন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।