অজ্ঞানপার্টির খপ্পড়ে ৭ নির্মাণ শ্রমিক


প্রকাশিত: ০৩:২৯ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৫
প্রতীকী ছবি

অজ্ঞানপার্টির খপ্পড়ে পড়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছে ৭ নির্মাণ শ্রমিক।

মঙ্গলবার ভোরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের মধ্যে কয়েকজনের জ্ঞান ফিরেছে।

রামেক হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন, রাজশাহীর পুঠিয়া উপজেলার কাজীপাড়া গ্রামের সোহেল রানা (২৬), লালমনিরহাটের জামিরবাড়ি এলাকার মনিরুজ্জামান (৩৫) ও জামাল (৩২), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সতেররশিয়া চামা গ্রামের তিন ভাই সোহেল (২২), রাসেল (২৪), আরিফ (২৬) ও ওই তিন সহদরের ফুপাতো ভাই একই এলাকার সোহেল (১৮)।

অসুস্থদের মধ্যে রাসেল জানান, তারা সবাই নির্মাণ শ্রমিক। ঢাকায় কাজ শেষে ঈদ করার উদ্দেশ্যে নিজ বাড়িতে ফিরছিলেন। গত সোমবার রাতে টাঙ্গাইল এলাকায় তারা সবাই পানি পান করেন। এরপরেই তারা জ্ঞান হারিয়ে ফেলেন। তবে অল্প পানি পান করার জন্য তিনি অসুস্থ হলেও জ্ঞান হারাননি।

মঙ্গলবার ভোরে ট্রাকটি রাজশাহীর কাটাখালি পুলিশ ফাঁড়ির কাছে আসলে তিনি ট্রাকের চালককে ডেকে ট্রাক থামিয়ে পুলিশকে সব ঘটনা খুলে বললে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শাহরিয়ার অনতু/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।