চট্টগ্রাম নগরীতে রাত ১০টা পর্যন্ত গ্যাস বন্ধ থাকবে


প্রকাশিত: ০৬:১৮ এএম, ২৫ অক্টোবর ২০১৪

জরুরি গ্যাস শাট ডাউন কাজের জন্য চট্টগ্রাম নগরীর ২০টি এলাকায় শনিবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। চট্টগ্রামে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এলাকাগুলো হলো- আন্দরকিল্লা, বক্সিরহাট, আছদগঞ্জ, খাতুনগঞ্জ, চাক্তাই, জামালখান, হেমসেন লেইন, রহমতগঞ্জ, চন্দনপুরা, চকবাজার, চট্টেশ্বরী রোড, কাতালগঞ্জ, কাপাসগোলা, বাদুরতলা, মুরাদপুর, মোহাম্মদপুর, নাসিরাবাদ আবাসিক এলাকা, সুগন্ধা আবাসিক এলাকা, চট্টগ্রাম মেডিকেল কলেজ রোড, বাকলিয়া।

কেজিডিসিএলের আওতাভুক্ত বহদ্দারহাট পুলিশ বক্সের নিচে চাপা পড়া গ্যাস পাইপলাইন ও ভাল্ব স্থানান্তরের কাজ করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের আগে শাট ডাউনের কাজ শেষ হলে এর আগেই গ্যাস সরবরাহ করা হতে পারে। কাজ চলাকালীন দুর্ঘটনা এড়াতে গ্যাস সরঞ্জাম বন্ধ রাখার জন্য কেজিডিসিএলের পক্ষ থেকে গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।