ভৈরব নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:১৭ পিএম, ১৮ অক্টোবর ২০১৯

যশোরের অভয়নগরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নওয়াপাড়া পৌরসভার আয়োজনে এবং আকিজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিজ সিটি সেন্টারের সহযোগিতায় শুক্রবার বিকেলে ভৈরব নদে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে খুলনার তেরখাদা উপজেলার কোলা বাজারের ভাই ভাই জলপরী, দ্বিতীয় স্থান অধিকার করে একই উপজেলার মোকামপুরের আল্লাহ ভরসা ও তৃতীয় স্থান অধিকার করে তেরখাদা গ্রামের রকেট নামের নৌকা।

Nouka-1

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিত কুমার রায়। সম্মানিত অতিথি ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন (সিআইপি)।

বিশেষ অতিথি ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীনুজ্জামান ও অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত।

Nouka-1

প্রতিযোগিতায় বিজয়ী প্রথম দলকে পুরস্কার হিসেবে নগদ ৪০ হাজার টাকা, দ্বিতীয় দলকে ২০ হাজার টাকা ও তৃতীয় দলকে ১০ হাজার টাকা দেয়া হয়।

মিলন রহমান/এমএমজেড/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।