সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে দুই যুবক ধরা
শরীয়তপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ব্যবসায়ীদের হাতে আটক হয়েছেন দুই যুবক। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে আটকের পর রাত ১১টার দিকে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করা হয়েছে।
আটকরা হলেন- শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ বালুচড়া গ্রামের মো. জামাল শেখের ছেলে মঞ্জুরুল ইসলাম রনি (৩২) ও বাঘিয়া গ্রামের মৃত হারুন শেখের ছেলে শেখ নজরুল ইসলাম (৩০)। রনির কাছে সিএনএন বাংলা টিভি ও নজরুলের কাছে দৈনিক প্রভাতী খবরের কার্ড পায় পুলিশ।
পুলিশ ও ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া বাজারে গিয়ে সাংবাদিক পরিচয়ে ওই দুই যুবক ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন মুদি ব্যবসায়ী মো. মিঠু সিকদারের কাছে। পরে তাদের হাতে ছয় হাজার টাকা দিয়ে দোকানে আটকে রেখে মোবাইল ফোনে গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানান ব্যবসায়ীরা। ইউএনও পুলিশকে বিষয়টি জানালে পুলিশ বিকেল সাড়ে ৫টার দিকে তাদের আটক করে গোসাইরহাট থানায় নিয়ে যায়। এ ঘটনায় রাত ১১টার দিকে তাদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি মামলা করা হয়।
নাগেরপাড়া বাজার মুদি ব্যবসায়ী মো. মিঠু শিকদার বলেন, দুপুর ১টার দিকে দুইজন ব্যক্তি মুদি দোকানে এসে আমার কাছে পলিথিন চায় । আমার দোকানে মুদি মাল বিক্রি করার জন্য যে পলিথিন রাখি তাদের তা দেখাই। তখন তারা বলেন, আপনি পলিথিনের ব্যবসা করেন আপনাকে থানায় নিয়ে যাব। আমি বলি আপনারা বসেন বাজারের বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে ডেকে আনি। ডাকতে গেলে আমার বাবা মন্টু সিকদারকে দোকানের পেছনে ডেকে নিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে ১০ হাজার টাকা দাবি করেন তারা। বাবা তাদের ছয় হাজার টাকা দেন এবং তাদের দোকানে বসতে বলেন। তখন আমি এসে মোবাইল ফোনে ইউএনওকে বিষয়টি জানাই। পরে পুলিশ এসে তাদের নিয়ে যায়।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মোহাইমিনুল ইসলাম জানান, সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। মুদি ব্যবসায়ী মিঠু শিকদার আটকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন।
ছগির হোসেন/আরএআর/এমএস