ককটেল-বোমাসহ শিবিরের ৬ সদস্য আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ১৩ অক্টোবর ২০১৯

নওগাঁর নামাজগড় মাদরাসাপাড়া থেকে নয়টি ককটেল, ১৫টি বোমা ও ১৪টি জিহাদি বইসহ ছাত্র শিবিরের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ।

রোববার ভোরে নওগাঁ শহরের পার-নওগাঁ মাদরাসাপাড়ায় গোলজার হোসেন বাবু ছাত্রাবাস থেকে তাদেরকে আটক করা হয়। দুপুরে নওগাঁ সদর থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় পুলিশ।

আটককৃতরা হলেন- নওগাঁ সদর উপজেলার চক এনায়েত মহল্লার আজিজুলের ছেলে মহি উদ্দিন (১৯), পার-নওগাঁ মাদরাসাপাড়ার গোলাম হোসেনের ছেলে আলমগীর হোসেন মিঠু (৩৫), পত্নীতলা থানার পাইকবান্দা গ্রামের শামসুল আলমের ছেলে আব্দুল মান্নান (২০), মান্দার চকমনসুপ গ্রামের বজলুর রশিদের ছেলে রবিউল ইসলাম (১৯), চকমুক্তার বউ বাজার গ্রামের আশরাফুল ইসলামের ছেলে আব্দুস সবুর (১৯) ও মহাদেবপুর উপজেলার মহিনগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মেহেদী হাসান (১৯)।

নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বলেন, আটককৃতরাসহ ইসলামী ছাত্র শিবিরের সদস্য। তারা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে সমাবেত হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। নয়টি ককটেল, ১৫ বোমা, ১৪টি জিহাদি বই, চাঁদা আদায়ের রশিদ, সংবর্ধনা ক্রেস্ট, বিভিন্ন পদবির সিল ও মোবাইলসহ তাদের আটক করা হয়।

আব্বাস আলী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।